চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রাজস্থলীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ফাইল ছবি

রাজস্থলীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাজস্থলী সংবাদদাতা

১৭ আগস্ট, ২০২৫ | ১১:৩৮ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে আসামি মো. আজগর আলীকে (৪৫) গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার আজগর আলী রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

 

রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার রায়, এসআই নুরজ্জামান, এসআই নির্মল ত্রিপুরা ও এসআই অসীম চন্দ ভৌমিকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেন।

 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গ্রেপ্তার আসামিকে সোমবার রাঙামাটি আদালতে সোপর্দ করা হবে।

 

পূর্বকোণ/আজগর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট