
চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম ইউনিয়নে সর্তা খালে গোসল করতে নেমে মোহাম্মদ জিয়া উদ্দীন (৩০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খিরাম বাজারসংলগ্ন খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জিয়া উদ্দীন ওই ওয়ার্ডের মধ্য খিরাম এলাকার শাহা আলমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আনোয়ার বলেন, প্রতিদিনের মতো জিয়া উদ্দীন খালের পূর্ব প্রান্তের চর এলাকায় কৃষিকাজ শেষ করে খালে গোসল করতে নামেন। পাশের অন্য কৃষকরাও তাঁকে খালে নামতে দেখেছেন। তবে দীর্ঘ সময় কেটে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি।
খবর পেয়ে স্থানীয় লোকজন খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেছে। প্রায় দেড় শতাধিক মানুষ সন্ধ্যা পর্যন্ত খালজুড়ে তাকে খুঁজে পাননি বলে জানান ওই ইউপি সদস্য।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ