চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
প্রতীকী ছবি

কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে আহত ব্যক্তির মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

১৭ আগস্ট, ২০২৫ | ৭:৩০ অপরাহ্ণ

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে চট্টগ্রামের কালুরঘাটে গোলাপ মিয়া (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

 

রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সেতুর পশ্চিম প্রান্তের মোহরা এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত গোলাপ মিয়া নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহরা এলাকার ধানি আলমের বাড়ির হযরত আলীর ছেলে।

 

জান আলী হাট রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান, পরে তিনি মারা যান।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট