
কক্সবাজারের পেকুয়া উপজেলায় টইটং এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ৩টি এলজিসহ ২ জনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ ।
রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় উপজেলার টইটং ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে এবিসি আঞ্চলিক মহাসড়কে চেক পোস্ট বসিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
পেকুয়া থানার উপ-পরিদর্শক সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়।
আটককৃতরা হল- লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার লামছড়ি তের বেপারী এলাকার সোনা মিয়া মাস্টারবাড়ির মিজানের ছেলে রবিউল হাসান (১৭)। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৩ টি দেশীয় এলজি উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর খেরুবাড়ি এলাকার মোহাম্মদ ইলিয়াছ হোসেনের ছেলে হৃদয় হোসেন (২২) কে আটক করা হয়।
পেকুয়া থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিউল হাসানকে আটক করে তার দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজজার টেক এলাকা হতে ডিবি পুলিশের সহায়তায় হৃদয় হোসেন (২২) কেও আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বলেন, মহেশখালী হতে অস্ত্র ক্রয় করে চকরিয়া বদরখালী সড়ক দিয়ে চট্টগ্রাম হয়ে লক্ষ্মীপুর নিয়ে যাচ্ছিল অস্ত্রগুলো বিক্রয়ের উদ্দেশ্যে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, অস্ত্রসহ দুজনকে আটক করা হয়, তাদেরকে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হবে।
পূর্বকোণ/পারভেজ