চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আবুধাবির সড়কে প্রাণ গেল ফটিকছড়ির যুবকের

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

১৭ আগস্ট, ২০২৫ | ২:৪০ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফটিকছড়ির ভূজপুরের বাসিন্দা মোহাম্মদ আমান উল্লাহ (২৫)। তিনি ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড়ের টিলা বাড়ার নুরুল ইসলামের ছেলে।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নিহতের পরিবার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৬ আগস্ট বিকালে আবুধাবির ইলেট্রা রোডে একটি ভাড়ায় চালিত প্রাইভেট কারকে পিছন দিক থেকে একটি কার ধাক্কা দিলে মর্মান্তিক ঘটনাটি ঘটে। এতে ৪ জন নিহত হন, যেখানে দুইজন ছিল চট্টগ্রামের বাসিন্দা।

তিনি আরো জানান, ২০২২ সালে নিহত আমান উল্লাহ বিদেশে পাড়ি জমান। আগামী মাসে তার দেশে আসার কথা ছিল। পরিবারে ৪ ভাই ২ বোনের মধ্যে আমান সবার ছোট।

পূর্বকোণ/মুন্না/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট