
খাগড়াছড়ির দীঘিনালায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বজ্রপাতে শরীফুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাত ঘটে। গুরুতর আহত শরীফুলকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়।
নিহতের পিতা নজরুল ইসলাম বলেন, আমরা একসাথে বাড়ি ফিরছিলাম। আমি ছেলের একশ গজ সামনে ছিলাম, সে পিছনে গরু নিয়ে যাচ্ছিল। আকস্মিকভাবে বজ্রপাত হয়।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রঞ্জন বড়ুয়া রাজন বলেন, বজ্রপাতে শরীফুল ইসলামের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ