চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আহত হাতির আক্রমণের শিকার ৩ চিকিৎসককে ঢাকায় প্রেরণ
আহত বন্য হাতিকে চিকিৎসা দিতে গিয়ে আক্রমণের শিকার এক চিকিৎসক

আহত হাতির আক্রমণের শিকার ৩ চিকিৎসককে ঢাকায় প্রেরণ

কক্সবাজার সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৫ | ৭:১২ অপরাহ্ণ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত একটি বন্য হাতিকে চিকিৎসা দিতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন ১৫ সদস্যের একটি চিকিৎসক দল। এতে তিনজন গুরুতর আহত হন, যাদের হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

 

ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

 

তিনি জানান, আহত হাতিকে চিকিৎসা দিতে গেলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে প্রাণীটি এবং চিকিৎসক দলের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে সবাই কমবেশি আহত হলেও গুরুতর জখম হন তিনজন—ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

 

আহতদের মধ্যে ডা. মোস্তাফিজুর রহমানের অবস্থা সবচেয়ে সংকটাপন্ন বলে জানানো হয়েছে। হাতির পা তার বুকে পড়ায় তিনি মারাত্মকভাবে আহত হন।

 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহতদের রামু ক্যান্টনমেন্ট সিএমএইচ থেকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।

 

বন বিভাগের কর্মকর্তারা জানান, গত সপ্তাহে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে হাতিটি গুরুতর আহত হয়।  সামনের ডান পায়ের তলা ও নখ উড়ে যাওয়ায় প্রাণীটি খুঁড়িয়ে হাঁটছিল এবং তীব্র পানিশূন্যতায় ভুগছিল। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যান।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট