চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু
ফাইল ছবি

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

১৫ আগস্ট, ২০২৫ | ৭:৩৮ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে ২৩ বছর বয়সী সামির নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা ও পেশায় রেফ্রিজারেটর মেকানিক ছিলেন।

 

সি সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, সামির সকালে তার তিন বন্ধুর সঙ্গে কক্সবাজার এসেছিলেন। দুপুরে চারজন সৈকতে গোসল করতে নামলে ঢেউয়ের তোড়ে সামির ভেসে যান। বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলেও পথে তার মৃত্যু হয়।

 

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং নিহতের বন্ধুদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। সামিরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে জানানো হয়েছে এবং তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট