
বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলা আসামি মাদক ব্যবসায়ী সুব্রত চক্রবর্তীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
সুব্রত উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের সুনীল চক্রবর্তীর ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া ৩টি মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল।
পূর্বকোণ/পূজন/এএইচ