চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

আসামিপক্ষের লাঠির আঘাতে বাদীর মৃত্যু বাঁশখালীতে

বাঁশখালী সংবাদদাতা

১৪ আগস্ট, ২০২৫ | ১১:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনায় মামলার আসামির লাঠি আঘাতে পুকুরে ডুবে মামলার বাদী মোহাম্মদ মোজাহের (৫২)’র মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গোলাপজান বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

পূর্ব শত্রুতার জের ধরে হামলায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনায় মোহাম্মদ কালুর ছেলে আলী হায়দারদের সাথে একই গ্রামের মোহাম্মদ শের আলী ছেলে নিহত মোজাহের আলীর মধ্যে জায়গা জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ রয়েছে। কিছুদিন পূর্বে মোজাহের আলী বাদী হয়ে মোহাম্মদ কালুর ছেলেদের বিরুদ্ধে দোকান লুট ও ঘরের ধানের খড় পুড়িয়ে দেয়ার অভিযোগে বাঁশখালী থানা মামলা দায়ের করেন। ওই মামলায় মোহাম্মদ কালুর ছেলে আসামি আব্দুর রহমান জেল হাজতে রয়েছে। আজ বৃহস্পতিবার জামিন হওয়ার কথা ছিল। তার ও জামিন হয় নি।

নিহত মোহাম্মদ মোজাহের আলী উপজেলা থেকে নিজ বাড়ি পূর্ব বড়ঘোনা দরফ আলী সিকদার বাড়ি যাওয়ার পথে গোলাপজান বাড়ি পুকুর পাড়ে একা পেয়ে বাদী মোজাহেরের ওপর আসামিপক্ষ লাঠি দিয়ে হামলা করে। এতে লাঠির আঘাতে মোজাহের পুকুর পড়ে গেলে পানিতে ডুবে যায়। স্থানীয়রা পুকুর থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে। ঘটনার পর মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে‌।

ঘটনাস্থলে থাকা বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। 

পূর্বকোণ/অনুপম/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট