চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সিইউএফএলে ৪ দফা দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
শতাধিক শ্রমিক-কর্মচারীর বিক্ষোভ

সিইউএফএলে ৪ দফা দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

আনোয়ারা সংবাদদাতা

১৪ আগস্ট, ২০২৫ | ৬:১৫ অপরাহ্ণ

‘এক কর্পোরেশন এক বেতন স্কেল’ বাস্তবায়নসহ চার দফা দাবিতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) শ্রমিক-কর্মচারী ঐক্যজোট বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত এ সার কারখানার প্রধান ফটকে আয়োজিত কর্মসূচিতে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—এক কর্পোরেশন এক বেতন স্কেল বাস্তবায়ন, কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, পে-কমিশনভুক্ত শ্রমিকদের মতো মজুরি স্কেলভুক্ত শ্রমিকদেরও ৫ শতাংশ প্রণোদনা এরিয়া ভাতা ও ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং দ্রুত প্রমোশনে উচ্চতর গ্রেড ও লাম্পগ্রান্ট চালু।

সমাবেশে সভাপতিত্ব করেন সিইউএফএল শ্রমিক নেতা সৈয়দ আসলাম আলী এবং সঞ্চালনা করেন শ্যামল কান্তি নাথ। বক্তব্য দেন শ্রমিক নেতা জালাল আহমেদ, আনোয়ারুল আজিম সবুজ, আলম মজুমদার, হারুন উর রশিদ, রবিউল আলম খান, ফরিদুল আলম চৌধুরী, আনিসুর রহমান, মাহমুদুল হাসান ডালিম, ইউসুফ আলম খান, হুমায়ুন কবির ও নওশাদ আরমান সাকিব।

বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে থাকা সিইউএফএলে টেকনিশিয়ান ও অপারেটরদের আলাদা স্কেলে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। চার মাস ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় প্রতিদিন ১ হাজার ১০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কারখানা বন্ধ রয়েছে। অথচ সরকার বিদেশ থেকে বেশি মূল্যে সার আমদানি করছে।

আনোয়ারুল আজিম সবুজ বলেন, ‘পূর্ববর্তী সরকার পে-স্কেলভুক্তদের ৫ শতাংশ প্রণোদনা দিলেও মজুরি স্কেলভুক্ত শ্রমিকরা বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার ১৫ শতাংশ বিশেষ সুবিধা চালু করলেও এ শ্রমিকদের এর বাইরে রাখা হয়েছে।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কারখানা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দেন শ্রমিক-কর্মচারীরা।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট