
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বালুসহ একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে সহকারী বন সংরক্ষক সাজমিনুল ইসলাম ও মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হকের নির্দেশে শাপলাপুর বিট কর্মকর্তা আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি চরা থেকে বালি উত্তোলন ও বিক্রি করে আসছিল। এর ফলে এলাকায় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি হচ্ছিল।
সহকারী বন সংরক্ষক সাজমিনুল ইসলাম বলেন, অভিযানে শাপলাপুর ষাইটমারা পাহাড়তলী এলাকা থেকে বালুসহ একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
পূর্বকোণ/হুবাইব/জেইউ