
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার আমিরা গোনা পাহাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শাহেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আমিরা গোনা এলাকার আবু তৈয়বের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে নিজ বাড়িতে ঘরের বিদ্যুতের সুইচ বোর্ডে কাজ করার সময় শাহেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পর প্রশাসন দাফনের অনুমতি দিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পূর্বকোণ/অভি/জেইউ