
খাগড়াছড়িতে বিএনপি নেতার দায়েরকৃত মামলা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতার নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
খাগড়াছড়ি প্রেস ক্লাবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এই সম্মেলনে পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ নেওয়াজ অভিযোগ করেন, বিএনপির এক নেতা খাগড়াছড়ি সদর থানায় ১০ আগস্ট মামলা দায়ের করেছেন। এ মামলায় ১৪, ১৫ ও ১৬ নম্বর ক্রমিকে তিনজন এনসিপি নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের নাম প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের সংগঠক এডভোকেট মঞ্জিলা ঝুমা, রাহাত হোসেন বেলাল, আকলিমা আক্তার, সুইচিং মারমা ও বিপ্লব ত্রিপুরা।
তারা সকলেই দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ধরনের মামলা দায়ের করা হয়েছে এবং ন্যায্য বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
পূর্বকোণ/জহুর/জেইউ