চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

রাজস্থলীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ফাইল ছবি

রাজস্থলীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাজস্থলী সংবাদদাতা

১৪ আগস্ট, ২০২৫ | ১২:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে জি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ঈমান আলী (৪৫) গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঈমান আলী জি আর ৩৪০/১৯ মোড়লগঞ্জ থানার মামলার আসামি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজান কামাল জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা এই অভিযান পরিচালনা করেছি। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পূর্বে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/আজগর/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট