চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, নতুন ড্রেসে স্কুলে যাওয়ার খুশি পার হল না
৫ বছর বয়সী আব্দুর রহমান জামী

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, নতুন ড্রেসে স্কুলে যাওয়ার খুশি পার হল না

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৪ আগস্ট, ২০২৫ | ১২:০১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার ইসলামপুর মঘাইছড়ি পুলিশ ক্যাম্প এলাকায় ৫ বছর বয়সী আব্দুর রহমান জামী নামের বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শিক্ষার্থী পুকুরে পড়ে মারা গেছে। জামী ইসলামপুর ৪ নম্বর ওয়ার্ডের ট্রাক ড্রাইভার জিন্নাত আলীর বড় ছেলে।

 

বিদ্যালয়ের পরিচালক আজিজুল হক জানান, প্রতিদিনের মতো দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে জামী বাড়ি চলে যায়। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে ঘর থেকে বের হওয়ার পর তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর আড়াইটার দিকে বাড়ির পাশের পুকুর থেকে মৃত অবস্থায় শিশুর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় চিকিৎসকের প্রাথমিক পরীক্ষা ও পরে রাঙামাটি সরকারি মেডিকেল হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

জানাযা শেষে বুধবার রাত ৯টায় জামীকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

 

শিক্ষকরা জানিয়েছেন, স্কুলে ভর্তি হওয়ার পর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জামী নিয়মিত স্কুল ড্রেস পড়তে পারেনি। সব শিক্ষক তাকে ড্রেস পড়ে আসার জন্য বলতেন। শেষ পর্যন্ত বুধবার (১৩ আগস্ট) জামী নতুন ড্রেস পরে স্কুলে আসে। সারাক্ষণ আনন্দে ভরে ছিল সে।

 

ক্লাসে এসে সকল স্যার-ম্যাডামকে বলে, ম্যাডাম, আজকে আমি ড্রেস পড়ছি। তবে এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট