চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারে চোরাই মোটরসাইকেলসহ নারী গ্রেপ্তার
উদ্ধার মোটরসাইকেল

কক্সবাজারে চোরাই মোটরসাইকেলসহ নারী গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২৫ | ১০:০০ অপরাহ্ণ

কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব-১৫ চোরাই মোটরসাইকেলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়েছে।

 

র‌্যাব জানায়, গত ৬ আগস্ট শহরের দক্ষিণ রুমালিয়াছড়া এলাকার আব্দুস সালাম গ্যারেজ থেকে এনামুল হকের একটি মোটরসাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই অজ্ঞাত নারী-পুরুষ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছিল। ঘটনার পর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

র‌্যাবের তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চোরদের অবস্থান শনাক্ত করা হয়। ধারাবাহিক অনুসন্ধানের এক পর্যায়ে গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে রুমা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার রুমা আক্তার কক্সবাজার পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার একরাম হোসেনের স্ত্রী। অভিযানকালে তার বাড়ি থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে রুমাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট