চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২৫ | ৮:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে মোহাম্মদ জিহাদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

নিহত জিহাদ ওই এলাকার বাকর আলি তালুকদার বাড়ির জাহেদুল ইসলামের ছেলে।

 

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির পাশে হাঁটতে হাঁটতে অসাবধানতাবশত মসজিদের সামনের পুকুরে পড়ে যায় জিহাদ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার দাদী পুকুরে নেমে জিহাদকে উদ্ধার করেন।

 

জিহাদের চাচা সাইদুর ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে জিহাদ ঘর থেকে বের হয়ে মসজিদের পুকুরে পড়ে যায়। পরে আমার মা পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বাদ আসর জানাজা শেষে জিহাদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট