চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

চন্দনাইশে বরুমতি খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

চন্দনাইশে বরুমতি খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চন্দনাইশ সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২৫ | ৬:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বরুমতি খাল থেকে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১৩ আগস্ট) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ দক্ষিণ গাছবাড়িয়া সাইর মোহাম্মদ পাড়ার বাসিন্দা সমশু মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তিনি মারা গেছেন। এ কারণে লাশটি গলিত অবস্থায় ছিল।

 

সমশু মিয়ার ছেলে মো. ইলিয়াছ জানান, তার বাবা গত ৮ আগস্ট সকালে চট্টগ্রাম শহরে বোনের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে বরুমতি খালে তার বাবার লাশ পাওয়া যায়। পরিবারের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই বলেও তিনি জানান।

 

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট