
কক্সবাজার রিজিয়নের অধীনে রামু ও বান্দরবান সেক্টরের বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে জব্দ করা প্রায় দেড় হাজার কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য প্রকাশ্যে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৩ আগষ্ট) সকাল ১১টায় কক্সবাজার ৩৪ বিজিবি’র প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। বুলডোজার দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, বিভিন্ন প্রকার বিয়ার, বিদেশি মদ, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, কোকেন, আফিম, সিগারেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়- এসব মাদক উদ্ধারের অভিযানে মোট ২ হাজার ৬৯৩ জন আসামিকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকসার খান।
এ সময় অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযানের প্রশংসা করেন। বিজিবি কর্মকর্তারা আগামী দিনগুলোতে মাদকবিরোধী অভিযানে সকলের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টা কামনা করেন।
পূর্বকোণ/এরফান/এএইচ