চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

হাটহাজারীতে স্লুইসগেট পুনঃনির্মাণে বাধা মামলা, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
হাটহাজারী গড়দুয়ারা স্লুইসগেটের কাজ বন্ধ

হাটহাজারীতে স্লুইসগেট পুনঃনির্মাণে বাধা মামলা, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

খোরশেদ আলম শিমুল, হাটহাজারী

১৩ আগস্ট, ২০২৫ | ১২:৩৬ অপরাহ্ণ

হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ডের হালদা বেড়িবাঁধ সংলগ্ন চেংখালী খালের উপর প্রায় ৪৫ বছর আগে নির্মিত স্লুইসগেটটি পানিতে তলিয়ে যাওয়ার পর পুনঃনির্মাণ হয়নি এখনও। স্লুইসগেট না থাকায় প্রতিদিন হালদা নদীর জোয়ারের পানিতে দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এতে উপজেলা সদরের সাথে ৩-৪ ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীসহ সবাইকে।

 

জানা যায়, দুর্ভোগ লাঘবে গতবছরের এপ্রিল মাসে পাউবো কর্তৃপক্ষ হালদা বেড়িবাঁধের উপর ২২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে স্লুইসগেটটির নির্মাণকাজ শুরু করে। আধুনিক মানের ছয় কপাটের স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ ইতোমধ্যে প্রায় ৯২ ভাগ সমাপ্ত হয়েছে। এর মধ্যে পুনঃনির্মাণাধীন সুইসগেটের জায়গাসহ ৭০.৭৫ শতক জায়গার মালিক দাবি করে উপজেলার ফতেহপুরের বাসিন্দা মো. রফিকুল ইসলাম দম্পতি (স্ত্রী মিনু আরা বেগম) পাউবো চট্টগ্রামের প্রধান নির্বাহী, নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসকের বিরুদ্ধে গত ১৩ মে হাইকোর্টে রিট পিটিশন করেন। এতে পরদিন থেকে স্লুইসগেটের পুনঃনির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

 

দুই ইউনিয়নের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ৪৫ বছর আগে নির্মিত স্লুইসগেটটি পানিতে তলিয়ে যাওয়া এবং এর উত্তর পাশে নতুন নির্মিত অত্যাধুনিক একটি স্লুইসগেটের নির্মাণকাজ বন্ধ থাকায় প্রতিদিন গড়দুয়ারার ১, ২, ৯নং ওয়ার্ড, মেখল ইউনিয়নের ৪, ৫নং ওয়ার্ডের লোকালয়ে জোয়ারে হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। এছাড়া হাটহাজারী উপজেলা সদরের সাথে এসব

 

ইউনিয়নের যোগাযোগের সংযোগ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মেখল মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা জাকারিয়া নোমান ক্ষোভ প্রকাশ করে বলেন, স্লুইসগেটটি যথাসময়ে নির্মিত না হওয়ায় প্রতিদিন হালদা নদীর জোয়ারের পানি মাদ্রাসাসহ লোকালয়ে ঢুকে পড়ে। এতে ৭০০ শিশুসহ মাদ্রাসার প্রায় তিন হাজার ২০০ শিক্ষার্থী ক্লাস করতে দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া মাদ্রাসার হোস্টেলে থাকা শিক্ষার্থীরা শুক্র ও সোমবার সপ্তাহে দু’দিন ইছাপুর বাজার থেকে বাজার করার সময় হাঁটুপানি ভেঙে যাতায়াত করতে হয়।

 

হাটহাজারী-গড়দুয়ারা সড়কে নিয়মিত সিএনজি অটোরিকশাচালক বাছা ও মোরশেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন জোয়ারের সময় মেখল ও গড়দুয়ারা ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে নিয়মিত গাড়ি চালাতে না পারায় প্রায় এক বছর থেকে গাড়ির ইনকাম কোম্পানিকে দিতে পারছি না এবং পরিবার নিয়ে কষ্টের মধ্যে দিনযাপন করতে হচ্ছে।

 

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, ৪৫ বছর পূর্বে ১৯৮০ সালে নির্মিত হালদা বেড়িবাঁধের উপর পাউবো চেংখালী খালের স্লুইসগেটটি পুনঃনির্মাণ করছে পাউবো। ছয় কপাটের আধুনিক এই স্লুইসগেটটির প্রায় ৯২ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। এরইমধ্যে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির স্ত্রী মিনু আরা বেগম হাইকোর্টে রিট করার কারণে স্লুইসগেটটির পুনঃনির্মাণ কাজ আপাতত বন্ধ রয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট