
টেকনাফের শাহপরীর দ্বীপের নিকটবর্তী নাফনদী থেকে মাছ ধরার নৌকাসহ পাঁচজন জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি (এএ)।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুস সালাম।
তিনি জানান, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মো. ইলিয়াছের মালিকানাধীন নৌকা নিয়ে দুপুরে ওই পাঁচ জেলে নাফ নদীতে মাছ ধরার উদ্দেশ্যে গিয়েছিল। হঠাৎ সেখানে আরাকান আর্মি এসে তাদের অস্ত্রের ভয় দেখিয়ে নৌকা ও জেলেদের আটক করে নিয়ে যায়।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ