
কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে চারটি রেস্তোরাঁ ও একটি কসমেটিকসের দোকানসহ পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে মঙ্গলবার (১২ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং খাদ্যের গুণগত মান না রাখার কারণে চারটি রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের আওতায় বিএসটিআই ও আমদানিকারকের লোগোবিহীন পণ্য বিক্রির দায়ে একটি কসমেটিকস দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ এর একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়, যার ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭৮ হাজার টাকা।
অভিযানের সময় রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং কসমেটিকস দোকানের মালিককে বিএসটিআই অনুমোদিত মানসম্মত পণ্য বিক্রির পরামর্শ দেওয়া হয়। ভবিষ্যতে ভোক্তাদের জন্য স্বাস্থ্যকর খাবার ও গুণগত মান বজায় রাখতে তাদের সতর্ক করা হয়েছে। অন্যদিকে, অন্যান্য রেস্তোরাঁ ও দোকান মালিকদেরও সতর্ক করে বলা হয়েছে, পুনরায় অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্রে কঠোর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ