চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

পেকুয়ায় সড়কে লবণ বোঝাই ও ট্রাক পার্কিং, ২ জনকে জরিমানা
সড়কের উপর অবৈধভাবে লবণ বোঝাই ও ট্রাক পার্কিং

পেকুয়ায় সড়কে লবণ বোঝাই ও ট্রাক পার্কিং, ২ জনকে জরিমানা

পেকুয়া সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২৫ | ১২:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পূর্ব মগনামা প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পেকুয়া বরইতলী-মগনামা সাবমেরিন জাতীয় সড়কের উপর অবৈধভাবে লবণ বোঝাই ও ট্রাক পার্কিংয়ের দায়ে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সম্পদ বিনষ্টের কারণে দণ্ডবিধির ৩৯৩ ধারায় এ অর্থদণ্ড আদায় করা হয়েছে।

 

স্থানীয়রা অভিযোগ করেন, পেকুয়া বরইতলী-মগনামা সাবমেরিন সড়ক কুতুবদিয়া উপজেলার যাতায়াতের একমাত্র প্রধান সড়ক। সড়কটি খুব ব্যস্ততম হওয়ায় নিয়মিত বড় বড় ট্রাক পার্কিং করে সড়কের ওপর লবণ ফেলে রাখে। ট্রাক থেকে লবণ তুলতে গিয়ে পড়া পানি সড়ক পিচ্ছিল করে তোলে, যার ফলে বহু দুর্ঘটনা ঘটেছে, অনেকেই প্রাণহানির শিকার ও পঙ্গুত্ব বরণ করেছে। তাই এসব অবৈধ কার্যক্রম বন্ধ করা জরুরি।

 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, সড়কের উপর অবৈধ কর্মকাণ্ড রোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট