
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত নেশাজাতীয় পদার্থ (স্কোপোলামিন ড্রাগ) প্রয়োগ করে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নোয়াপাড়া পথেরহাটের ভারতেশ্বরী প্লাজার আবুধাবি স্টোরে এ ঘটনা ঘটে।
প্রতারণার শিকার ওহিদুর রহমান (ডাকনাম বদু) জানান, দুই অচেনা ব্যক্তি ক্রেতা সেজে দোকানে এসে একটি ডলার দেখিয়ে সেটি আসল কিনা পরীক্ষা করার অনুরোধ করেন। তিনি যখন নোটটি চোখের কাছে নিয়ে দেখছিলেন, তখন তার মাথা ঝিমঝিম করতে থাকে এবং তিনি চেতনাশূন্য হয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা পর জ্ঞান ফিরলে দেখেন, দোকানের ক্যাশের ড্রয়ার খোলা। ১ লাখ ৪২ হাজার টাকা হাওয়া।
আনিসুর রহমান রুবেল নামে প্লাজার আরেক ব্যবসায়ী বলেন, নগদ কোম্পানির একজন বিক্রয় কর্মী জানান গলির এক প্রান্তে স্বর্ণের দোকানে সন্দেহভাজন দু’ ব্যক্তিকে দেখা গেছে, যাদের চেহারায় ফেসবুকে ভাইরাল প্রতারকদের মিল আছে।কিছুক্ষণ পর খবর পাই, আমার আত্মীয় ওহিদুর রহমান প্রতারণার শিকার হয়েছেন।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত প্রতারকদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ