চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়ল ৪৫ কেজি ওজনের মাইট্যা মাছ
সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়ল ৪৫ কেজির বিরল মাইট্যা মাছ

সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়ল ৪৫ কেজি ওজনের মাইট্যা মাছ

টেকনাফ সংবাদদাতা

১২ আগস্ট, ২০২৫ | ১১:১৭ অপরাহ্ণ

সেন্টমার্টিন দ্বীপের জেলে বশির আহমেদের বড়শিতে দুটি সামুদ্রিক মাইট্যা মাছ ধরা পড়েছে, যার মোট ওজন প্রায় ৪৫ কেজি।

 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে এ মাছ দুটি সেন্টমার্টিনের সমুদ্র থেকে ধরা পড়ে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ীদের কাছে মাছ দুটি কেজি প্রতি ৫৫০ টাকায় বিক্রি করা হয়, যার মূল্য দাঁড়ায় ২৪ হাজার ৭৫০ টাকা।

 

সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের জেলেদের বড়শি ও জালে প্রায় সময় বড় বড় মাছ ধরা পড়ে। এ ধরনের খবর সত্যিই আনন্দের।

 

জেলে বশির আহমেদ জানান, সাগরে বড়শি দিয়ে মাছ ধরার সময় এক ঘণ্টা পরপর দুইটি বড় সামুদ্রিক গোয়া মাইট্যা মাছ ধরা পড়েছে। সাগরে বড়শিতে মাছ ধরা হলে মাঝে মাঝে এমন বিরল বড় মাছ পাওয়া যায়। মাছ পাওয়ার আনন্দের সঙ্গে বিক্রির পরে অর্থ লাভ আরও বেশি প্রফুল্লতা দেয়।

 

টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সরকারি বিধিনিষেধ মেনে সাগরে মাছ ধরা হওয়ার কারণে জেলেরা এখন বড় মাছ পেতে শুরু করেছে। সামুদ্রিক গোয়া মাইট্যা মাছ সুস্বাদু এবং অনেক বড় হতে পারে। বড়শিতে এ মাছ ধরা পড়া বিরল ঘটনা, তাই ভাগ্যক্রমে ধরা পড়ায় আনন্দের।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট