
চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাতনামা এক যুবক গাড়িচাপায় প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাধীন নুনাছড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের মুখমণ্ডল থেতলে যাওয়ায় তাকে এখনো শনাক্ত করা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় ওই যুবককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয়। গাড়ির নিচে পড়ে তার মাথা সড়কের সাথে থেঁতলে যায়। পরে এলাকাবাসী লাশ দেখে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রব্বানী বলেন, গাড়ি চাপায় আনুমানিক ৪০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। তার মুখমণ্ডল পুরোপুরি থেঁতলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। কেউ জানাতে পারেনি কোন গাড়ি চাপা দিয়েছে।
বর্তমানে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতের পরিবার বা পরিচিতদের তথ্য পাওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশ কাজ করছে।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ