চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা-আইস উদ্ধার
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ও ক্রিস্টাল মেথ।

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা-আইস উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১২ আগস্ট, ২০২৫ | ৭:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযানের সময় মাদক পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি বস্তা হাতে সন্দেহভাজন একজনকে পাহাড়ে উঠতে দেখা যায়। থামার সংকেত দিলে তিনি গহিন পাহাড়ে পালিয়ে যান। পরে ওই এলাকা তল্লাশি চালিয়ে ইয়াবা ও আইস উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। আইনি প্রক্রিয়া শেষে এগুলো ধ্বংস করা হবে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট