
চট্টগ্রামের ফটিকছড়িতে হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনব বড়ুয়াকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজ্জাক জানান, ওই স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য চৌধুরী রাশেদুল আবেদীন মাহমুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষককে তিনি কিল ঘুষি মেরে আহত করেন। এ ঘটনায় পুলিশ চৌধুরী রাশেদুল আবেদীন মাহমুদকে আটক করে থানায় নিয়ে আসেন।
পূর্বকোণ/পিআর/পারভেজ