
চট্টগ্রামের ফটিকছড়িতে মারামারি ও বিশৃঙ্খলার দায়ে করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থীকে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তিন ক্যাটাগরিতে তাদের বিরুদ্ধে এই শাস্তির আদেশ কার্যকর হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সম্প্রতি একদল শিক্ষার্থী স্কুল প্রাঙ্গণে মারামরি ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপ করে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটি বিচার বিশ্লেষণ করে, শিক্ষক কর্মচারীর সুপারিশ ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে দুই শিক্ষার্থীকে স্থায়ী বরখাস্ত ও ২০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বরখাস্ত করেন কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে নবম শ্রেণির ৯ জন, দশম শ্রেণির ১৩ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে দুইজনকে সরাসরি টিসি প্রদান ও ২০ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয় প্রশাসন জানায়, এই কঠোর শাস্তি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর/এএইচ