
চট্টগ্রামের ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই বেকারিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নাজিরহাট পৌরসভাধীন মাইজভাণ্ডার সড়কে মতিউর রহমান শাহ গেটের পাশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে মাবিয়া বেকারি এন্ড সুইটসকে ১ লাখ এবং নুর বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন।
পূর্বকোণ/পিআর/এএইচ