চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

টেকনাফে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর ভাইয়ের মৃত্যু

টেকনাফ সংবাদদাতা

১১ আগস্ট, ২০২৫ | ১১:৫৮ অপরাহ্ণ

টেকনাফে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর ভাই খুন হয়েছে। নিহত নুরুল আলম (২৫) একই এলাকার নুরুল ইসলামের ছেলে।  সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউপির পূর্ব পানখালীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

ঘাতক আব্দুল্লাহ (৩০) উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরী এলাকার আব্দু শুক্কুরের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদকাসক্ত স্বামী আবদুল্লাহর অত্যাচারে স্ত্রী টুম্পা মণি বাপের বাড়ি চলে গিয়েছিল। তাকে ফিরিয়ে আনতে গিয়েই কলহে বোন জামাইর ছুরিকাঘাতে ভাই নুরুল আলম খুন হয়। ১১ আগষ্ট রাত ৮টার দিকে টেকনাফের হ্নীলা পূর্ব পানখালীর পাহাড়ি টিলার নুরুল ইসলামের বাড়ির আঙ্গিনায় টুম্পা মনির স্বামী মাদকসেবী মো. আব্দুল্লাহর সাথে পারিবারিক কলহের বিষয় নিয়ে বৈঠক হয়।

 

বৈঠকে মাদক সেবন করে টুম্পা মনিকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং গত ১মাস ধরে বাপের বাড়িতে থাকাকালে কোন খবর না নেওয়া এবং গত ১২ দিন আগে সন্তান প্রসব করা স্ত্রীকে দেখতে না আসা নিয়ে কথা হয়। মাদকাসক্ত স্বামী আবদুল্লাহ এই ধরনের আচরণ অব্যাহত থাকলে মেয়ে দেবে না বলে জানান শাশুর নুরুল ইসলাম। তখন আব্দুল্লাহ ক্ষুদ্ধ হয়ে শাশুরকে ছুরিকাঘাত করতে চাইলে হাত ধরে ফেলে বাঁচাতে ছেলে নুরুল আলমকে ডাক দেয়। ছেলে নুরুল আলম বাপকে বাঁচাতে সামনে গেলে বোন জামাই আব্দুল্লাহ নুরুল আলমকে (সম্মন্ধী) উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নুরুল আলম রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির সংসারে ১ শিশু রয়েছে। বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করা হলে রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরির পর মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য নিয়ে যাওয়ার প্রস্ততি চলছে। ‎

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে এক দল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/কাশেম/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট