
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গোয়ালিনী ইন্ডাস্ট্রিজ সংলগ্ন একটি পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার ভাটিয়ারীতে এক পাহাড়ে এক ব্যক্তির গলায় ফাঁস দেয়া লাশ দেখতে পেয়ে কাঠুরিয়ারা পুলিশে খবর দিলে সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, লোকটির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ আমরা উদ্ধার করেছি। তার বয়স আনুমানিক ৫০। কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। আমরা পরিচয় সনাক্ত করার চেষ্টা করছি।
পূর্বকোণ/সৌমিত্র/ আরআর/পারভেজ