চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ফটিকছড়িতে অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার

ফটিকছড়িতে অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৫ | ৫:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পুলিশ পরিচয়ে অপহৃত কিশোর সাজু ত্রিপুরাকে (১৭) দুই দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে তাকে ফটিকছড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয়।

 

শনিবার (৯ আগস্ট) গভীর রাতে রাঙ্গাপানি চা বাগান সংলগ্ন নলুয়াপাড়া থেকে সাজুকে অপহরণ করা হয়েছিল। ওই রাতে সাজু তার বড় ভাই রাজু ত্রিপুরার সঙ্গে তাদের মুদি দোকানে ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরা একজনসহ আট নয়জনের জনের একটি দল সাদা মাইক্রোবাসে করে সেখানে আসে। তারা সাজুকে একজন আসামির বাড়ি চিনিয়ে দেওয়ার কথা বলে দোকান থেকে বাইরে নিয়ে যায়।

 

সাজু ত্রিপুরার ভাই রাজু ত্রিপুরা বলেন, ‘আমি দোকানের ভেতরে কাজ করছিলাম। আমার ভাইকে ওরা আসামির বাড়ি দেখিয়ে দিতে বলে। বাইরে গিয়ে দেখি ওকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। গাড়িটি খুব দ্রুত চলে গেল, আমি কিছু বুঝে ওঠার আগেই।

 

এ ঘটনায় সাজুর বাবা ভুজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

 

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ‘সাজু ত্রিপুরা বর্তমানে আমাদের হেফাজতে আছে। তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

 

কিশোরকে উদ্ধারের খবরে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। সাজু কীভাবে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল এবং এই অপহরণের পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট