
চট্টগ্রামের সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শরাফত আলী শামীমকে (৪৯) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৪টায় বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ আবুল হাসেম মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শরাফত আলী শামীম বাউরিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের হাসেম মাস্টারের বাড়ির বাসিন্দা। তিনি আবুল হাসেম মাস্টার ও শামছুন্নাহারের ছেলে।
পুলিশ জানায়, তার কাছ থেকে পুলিশ ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। শরাফত আলী শামীমের বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে, যার মধ্যে ৪টি ডাকাতির মামলা। মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বর্তমানে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
পূর্বকোণ/পিআর