
ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি, শিক্ষাবিদ ও সমাজসেবক প্রয়াত সৈয়দ মুহাম্মদ মাসুদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করে ফটিকছড়ি প্রেস ক্লাব।
সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোরশেদ মুন্না। স্বাগত বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান।
শোকসভায় স্মৃতিচারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, ফটিকছড়ি থানার ওসি মো. নূর আহমদ, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ, সমবায় কর্মকর্তা মো. শহিদ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিম রেজা, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু, সাবেক চেয়ারম্যান শফিউল আলম নূরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, সৈয়দ মুহাম্মদ মাসুদ শুধু একজন সাংবাদিক ছিলেন না- তিনি ছিলেন একজন প্রকৃত শিক্ষাবিদ, সংগঠক ও সমাজসেবক। তার লেখা ফটিকছড়িবাসীর জন্য অমূল্য সম্পদ এবং তিনি বহু শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন।
অনুষ্ঠানের শুরুতে খতমে কোরআন এবং শেষে তার রুহের মাগফেরাত ও পরিবারের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ