চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

রাজস্থলীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ফাইল ছবি

লোহাগাড়ায় আধা ডজন মামলার ইউপি সদস্য গ্রেপ্তার

লোহাগাড়া সংবাদদাতা

১০ আগস্ট, ২০২৫ | ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ছয় মামলার পলাতক আসামি ও কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো জানান, গ্রেপ্তারের সময় তিনি ইউনিয়ন পরিষদে ছিলেন।

 

থানা–পুলিশের ভাষ্য, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লোহাগাড়া থানায় তিনটি, চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানায় একটি, পাঁচলাইশ থানায় একটি এবং ডবলমুরিং থানায় একটি মামলা রয়েছে।

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তার এড়িয়ে পলাতক ছিলেন।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট