চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে দুই ট্রেনের ক্রসিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

চট্টগ্রামে দুই ট্রেনের ক্রসিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

বোয়ালখালী সংবাদদাতা

১০ আগস্ট, ২০২৫ | ৫:৫২ অপরাহ্ণ

দেরিতে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে নগরগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয়েছে জান আলী হাট রেলওয়ে স্টেশনে। তবে টাইমিং হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

 

রবিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে এ ক্রসিং হয়েছে।

 

জান আলী হাট রেলওয়ে স্টেশন মাষ্টার নেজাম উদ্দিন বলেন, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস দেরিতে ছেড়ে আসায় জান আলী হাটে স্টেশনে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসের সাথে ক্রসিং করতে হয়েছে। ১৭ বগি থাকায় কোনো সমস্যা হয়নি। এর বেশি হলে ক্রসিং করা সম্ভব হতো না। সাধারণত সঠিক সময়ে ছেড়ে আসলে দোহাজারী রেলওয়ে স্টেশনে ক্রসিং হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট