চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

মিরসরাইয়ে ২৪ মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী হক সাবসহ গ্রেপ্তার ৪, অস্ত্র উদ্ধার

বিএসআরএমে সশস্ত্র হামলা

চট্টগ্রামে ২৪ মামলার আসামি সন্ত্রাসী হক সাবসহ গ্রেপ্তার ৪, অস্ত্র উদ্ধার

মিরসরাই সংবাদদাতা

১০ আগস্ট, ২০২৫ | ৪:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হক সাব (২৭)সহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ানশুটার গান ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।  

শনিবার (৯ আগস্ট) বিকালে কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের শাহ আলমের ছেলে মো. হক সাব (২৭), একই এলাকার মুক্তার হুজুর বাড়ির আবুল হোসেনের ছেলে মো. আবু সাইদ (২৭), হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬) ও একই ইউনিয়নের কদমতলা এলাকার ওবাইদুল হকের ছেলে এমরান হোসেন (২৭)৷

এর আগে শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার জোরারগঞ্জ এলাকায় অবস্থিত বিএসআরএমের দুটি কারখানায় সশস্ত্র হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হকসাবকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৫২ জনের নামে মামলা দায়ের করেন বিএসআরএম কর্তৃপক্ষ৷

র‍্যাবের তথ্যমতে, হক সাবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক মামলায় এক বছরের সাজা পরোয়ানা এবং পৃথক ৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মোট ২৪টি মামলার আসামি সে। অপর তিন আসামিও জোরারগঞ্জ থানার একাধিক মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘হক সাব দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে। বাকি আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

র‍্যাব-৭’র ভারপ্রাপ্ত উপ-পরিচালক মিডিয়া মেজর সাদমান সাকিব বলেন, ‘আটকরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযান অব্যাহত থাকবে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট