চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে বিএনপি নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ডে বিএনপি নেতা হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

১০ আগস্ট, ২০২৫ | ২:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার আসামি মো. মিল্লাতকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। মিল্লাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের মৃত মো. ইব্রাহীমের ছেলে।

 

শনিবার (৯ আগস্ট) ফটিকছড়ির ভূজপুর থানাধীন সন্দ্বীপ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার বাসিন্দা থানা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর আসলাম হোসেনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ৭ জানুয়ারি নিহতের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ১০ জনকে এজাহারনামীয় ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

 

র‌্যাব জানায়, এ ঘটনার এক আসামি ভূজপুর থানার সন্দ্বীপ নগর এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মো. মিল্লাতকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আসলাম হত্যা মামলার ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব থানায় সোপর্দ করেছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে এ মামলার প্রধান আসামি মো. আল-আমীনকে গত ১৬ জানুয়ারি কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকা থেকে এবং ৩ নম্বর পলাতক আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ ভুট্টকে (৩৫) ভোলা জেলার লাল মোহন থানা এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে র‍্যাব-৭।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট