
কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জসিম উদ্দিন (৪৮) নামে একব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১টায় শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুলবনিয়া এলাকার সাপের ঘারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দীন ওই এলাকার নুর আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, জারুলবনিয়ার সাপের গাড়া এলাকায় শনিবার রাত ১টায় বাইরে থেকে মুরগির শব্দ দিয়ে কৌশলে জসিম উদ্দিনের বাড়ির লোকজনকে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলার সঙ্গে সঙ্গে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ঘরে ঢুকে প্রথমে জসিমের পেটে চুরিঘাত করে। এরপর গলায় দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর ধারণা- পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, জসিম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, জারুলবনিয়া এলাকায় জসিম নামে একব্যক্তি খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটকও করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে ও পুলিশের একটা টিম মাঠে কাজ করছে।
পূর্বকোণ/পিআর/এএইচ