
চট্টগ্রামের ফটিকছড়িতে বাইতুল হিকমাহ মাদ্রাসার শিক্ষার্থীদের বহন করা একটি ভ্যান উল্টে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন শিক্ষার্থী, একজন শিক্ষক ও একজন চালক রয়েছেন।
রবিবার (১০ আগস্ট) সকাল ৮টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হল- আব্দুল্লাহ জাবের (১২), নুসরাত নাজি (১৩) ও সাদিকা (১১)। তবে বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায় নি।
এই বিষয়ে মাদ্রাসার উপাধ্যক্ষ এম হাসানুল আমীন জানান, উপজেলার আজিমপুর থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের বহনকারী ভ্যানটি শিক্ষার্থীদের নিয়ে মাদ্রাসায় আসার পথে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ