
চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানী জানান, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
নিহতের বয়স আনুমানিক ৬০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ