চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ
হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে প্রশাসনের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ

হাটহাজারী সংবাদদাতা

৯ আগস্ট, ২০২৫ | ১০:৩৭ অপরাহ্ণ

হাটহাজারী-নাজিরহাট সড়কের হাটহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাস্তার উপর স্থাপিত শতাধিক অবৈধ অস্থায়ী দোকানপাট সরানো হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

 

অভিযানকালে সড়কের দুপাশে আইন অমান্য করে স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এর পাশাপাশি পথচারী ও যান চলাচলে মুক্ত স্থান নিশ্চিত করার জন্য দোকানদার ও সংশ্লিষ্টদের সচেতন করা হয়েছে। স্থানীয় বাস মালিক ও সিএনজি মালিক সমিতিকে যথাযথ স্থানে পার্কিং করার এবং ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

ইউএনও মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, পার্বত্য জেলার প্রধান দুটি মহাসড়ক—চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি মহাসড়কে যানজট নিরসনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে সড়ক অবৈধ দখলমুক্ত করতে হবে।

 

তিনি আরও জানান, আগামী সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় যানজট সমস্যা নিয়ে মতবিনিময় এবং সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করা হবে। ইউএনও জনসাধারণসহ সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতির জন্য আহ্বান জানিয়েছেন।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট