
চট্টগ্রামের সাতকানিয়া কেরানিহাট মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৭টি মামলায় মোট ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন বাস চালানো এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় মামলা ও জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার কফিল উদ্দিন বলেন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ