
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় শনিবার (৯ আগস্ট) বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শতাধিক সাংবাদিক অংশ নেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও চকরিয়া প্রেসক্লাবের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাই এখনও গ্রেপ্তার হয়নি। বিচারহীনতার সংস্কৃতি এই ধরনের ঘটনা বাড়িয়ে দিয়েছে।
সাংবাদিক নেতারা দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোরও আহ্বান জানানো হয়। তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষায় কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ জরুরি। যাতে সাংবাদিকরা নিরাপদে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন।
মানববন্ধনে গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. হেলাল উদ্দিনসহ ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ