
বিএনপিকে ঘিরে বহুমুখী ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বিএনপি নেত্রী ব্যারিস্টার সাকিলা ফারজানা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্টে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে। নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ ইনস্টিটিউটে বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ শাসনামলের গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখ করে ব্যারিস্টার সাকিলা বলেন, আগামী নির্বাচনে তরুণ ভোটারদের গুরুত্ব অপরিসীম। তাদের ভোট বিএনপির পক্ষে আনতে নেতাকর্মীদের দায়িত্ব পালন করতে হবে।
তিনি জানান, নিজেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং তার পিতা—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার ইসমাইল হোসেন, আব্দুর রহিম, কামরুল আলম রাশেদ, সহকারী রেজিস্ট্রার মহিউদ্দিন, ইসরাফিল আলম, জসিম উদ্দিন, আব্দুল মালেক প্রমুখ।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ