চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

কাপ্তাইয়ে পানিবন্দি ৩৫ পরিবারে শুকনো খাবার বিতরণ
শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ

কাপ্তাইয়ে পানিবন্দি ৩৫ পরিবারে শুকনো খাবার বিতরণ

কাপ্তাই সংবাদদাতা

৯ আগস্ট, ২০২৫ | ৯:২১ অপরাহ্ণ

গত কয়েকদিন টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের অন্তত ৩০ থেকে ৩৫টি পরিবারের বসতঘর পানিতে তলিয়ে গেছে।

 

কাপ্তাই ৪ নম্বর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, লেকের পানি বৃদ্ধি পাওয়ায় জাকির হোসেন স্মিল এলাকা, কেপিএম সেগুনটিলা ও মোনাফের টিলার আংশিক কিছু অংশ পানির নিচে ডুবে গেছে। উপজেলা প্রশাসন ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করেছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিকেলে এসব পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অফিস সুপার মো. আলাউদ্দিন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কাপ্তাই শাখার প্রতিনিধি ফিরোজ আলম, কাপ্তাই ইউনিয়ন মেম্বার সেলিনা পারভীন ও আবুল হাশেম।

 

স্থানীয় পানিবন্দি হাবিব, হাফেজ ও বাবুল জানান, লেকের পানি বৃদ্ধির কারণে বসতঘর তলিয়ে যাওয়ায় পরিবারসহ কষ্টে দিন কাটাচ্ছেন তারা।

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট