চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন
পেকুয়ায় মানববন্ধন

আনোয়ার হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন

পেকুয়া সংবাদদাতা

৯ আগস্ট, ২০২৫ | ৮:০৬ অপরাহ্ণ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় পেকুয়া প্রেস ক্লাব ও পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিম বলেন, সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে মধ্যযুগীয় পদ্ধতিতে ইট দিয়ে থেঁতলে আহত করায় আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানাই। পেকুয়া অঞ্চলে কেউ চাঁদাবাজি বা অন্যায় করতে পারবে না।

 

পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এম.এমরান আহমেদ বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকাণ্ড দেশের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তাহীনতার প্রতিফলন। তুহিনের হত্যাকাণ্ড ও আনোয়ারের ওপর বর্বরোচিত হামলা শুধু ব্যক্তিগত আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের ওপর সন্ত্রাস।

 

সাধারণ সম্পাদক এম দিদারুল করিম বলেন, একজন সাংবাদিক দায়িত্ববোধ থেকে সমাজের ভুল-ত্রুটি তুলে ধরেছেন, আর সেই দায়ে তার জীবন দিতে হয়েছে। অপর সাংবাদিককে প্রকাশ্যে ইট দিয়ে পেটানো হয়েছে। এসব ঘটনা কোনো সভ্য দেশে মেনে নেওয়া যায় না। অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

 

দৈনিক প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এসএম হানিফ বলেন, সরকারকে অনুরোধ, এই ঘটনার বিচারের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, যেন আর কোনো সাংবাদিকের রক্ত না ঝরে।

 

সিনিয়র সহসভাপতি এডভোকেট মীর মোশাররফ হোছাইন টিটু বলেন, সাংবাদিকদের নিরাপত্তার জন্য একটি স্বতন্ত্র কমিশন গঠন করা হোক, যা প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে।

 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন পেকুয়া প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট