চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

পাহাড়ে কাজ করতে গিয়ে ৩ জনকে তুলে নিয়ে গেল সন্ত্রাসীরা, ছাড়ল মুক্তিপণে

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট, ২০২৫ | ১:২৮ পূর্বাহ্ণ

পাহাড়ে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু ঘুনা পাহাড় থেকে আর ফিরতে পারেননি নিজের পায়ে! অস্ত্রের মুখে তুলে নিয়ে গেল পাহাড়ি সন্ত্রাসীরা। দীর্ঘ ১৪ ঘণ্টা গহীন জঙ্গলে অবরুদ্ধ করে রাখল। মারধর করল। তারপর মোবাইল বিকাশে মোটা অঙ্কের টাকা আদায় করে তবে ছাড়ল অপহৃতদের।

ঘটনাটি চট্টগ্রামের পটিয়ার কেলিশহর ইউনিয়নের। অপহৃত তিনজন—মো. নাছের (৪০), পলাশ শীল (৩৩) ও রাজু শীল (২৫)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টা নাগাদ তারা পাহাড়ে গিয়েছিলেন বাগানের কাজে। সেখান থেকেই অস্ত্রধারী সন্ত্রাসীরা তিন জনকে অপহরণ করে নিয়ে যায়।

পরে অপহৃতদের পরিবারকে মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।পলাশ ও রাজুর পরিবারের কাছ থেকে আদায় করা হয় ১ লাখ ২০ হাজার টাকা। আর নাছেরের পরিবার থেকে নেওয়া হয় ১ লাখ ৫০ হাজার। টাকা পেয়ে রাত প্রায় ১১টায় পাহাড় থেকে ছেড়ে দেয় অপহৃতদের।

পলাশ শীলের ভাই বিপ্লব শীল বলেন, ওদের খুব মারধর করা হয়েছে। মোবাইলে আমাদের হুমকি দিয়ে টাকা দাবি করে। না দিলে বাঁচবে না—এই ছিল তাদের ভাষা।

ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওসি মো. নুরুজ্জামান জানান, এমন ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট